Tuesday, May 9, 2023

Filled Under:

ইসলাম

সালাম শব্দ থেকে ইসলামের উৎপত্তি। সালাম অর্থ শান্তি । এ বিশ্বজগত আপনা আপনিই সৃষ্টি হয়নি বরং এর অস্তিত্বের পিছনে কাজ করেছে এক মহাশক্তি। সে ক্ষমতাবান সত্তার নিরংকুশ সার্বভৌমত্বের উপর অদৃশ্যভাবে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ঈমান। আর বিশ্বাস অনুযায়ী জীবন গঠনকে বলা হয় ইসলাম। পৃথিবীর বুকে যত রকম ধর্ম রয়েছে তার প্রত্যেকটির নামকরণ হয়েছে ব্যক্তি বিশেষের নামে । যেমন মহাত্মা বুদ্ধের নামে বুদ্ধধর্ম। ঈসায়ী ধর্মের নাম হয়েছে হযরত ঈসা (আঃ)-এর নামে ৷ দুনিয়ার আরও যে সকল ধর্ম রয়েছে তারও নামকরণ হয়েছে এমনিভাবে । কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যা কোন ব্যক্তি বা জাতির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি প্রত্যেকের মাঝে বিস্তৃত। যে কোন যুগের যে কোন লোকই সৎপথে চললে সেই-ই শান্তির পতাকার নীচে আশ্রয় পাবে। আর যারাই শান্তির আশ্রয় পায় ও নীড়ে বাস করে তারাই মুসলমান । সবুজ লেখাতে ক্লিক করে ভিডিও শুনুন। এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।

আল্লাহ তায়ালার প্রশংসা ও ইসলাম

0 comments:

Post a Comment

Copyright @ 2013 QASAS UL ANBIYA.