Tuesday, May 9, 2023

ইসলাম

সালাম শব্দ থেকে ইসলামের উৎপত্তি। সালাম অর্থ শান্তি । এ বিশ্বজগত আপনা আপনিই সৃষ্টি হয়নি বরং এর অস্তিত্বের পিছনে কাজ করেছে এক মহাশক্তি। সে ক্ষমতাবান সত্তার নিরংকুশ সার্বভৌমত্বের উপর অদৃশ্যভাবে বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ঈমান। আর বিশ্বাস অনুযায়ী জীবন গঠনকে বলা হয় ইসলাম। পৃথিবীর বুকে যত রকম ধর্ম রয়েছে তার প্রত্যেকটির নামকরণ হয়েছে ব্যক্তি বিশেষের নামে । যেমন মহাত্মা বুদ্ধের নামে বুদ্ধধর্ম। ঈসায়ী ধর্মের নাম হয়েছে হযরত ঈসা (আঃ)-এর নামে ৷ দুনিয়ার আরও যে সকল ধর্ম রয়েছে তারও নামকরণ হয়েছে এমনিভাবে । কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যা কোন ব্যক্তি বা জাতির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি প্রত্যেকের মাঝে বিস্তৃত। যে কোন যুগের যে কোন লোকই সৎপথে চললে সেই-ই শান্তির পতাকার নীচে আশ্রয় পাবে। আর যারাই শান্তির আশ্রয় পায় ও নীড়ে বাস করে তারাই মুসলমান । সবুজ লেখাতে ক্লিক করে ভিডিও শুনুন। এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।

আল্লাহ তায়ালার প্রশংসা ও ইসলাম

Sunday, May 7, 2023

 



আল্লাহ পাকের প্রশংসা

আল্লাহ তায়ালা আসমান-জমিন, সৌরজগৎ, আত্মার জগত, বেহেশত দোযখ, ফেরেস্তা, জ্বীন-ইনসানসহ গোটা মাখলুকাত অর্থাৎ জীব-জন্তু কীট-পতঙ্গ এবং সকল কিছুরই স্রষ্টা। তিনি মানুষের ভাগ্যের নিয়ন্ত্রক। তিনি সকল জীবের পালনকর্তা ও সংহারকর্তা। তিনি শেষ দিবসের বিচারক এবং মানুষের ভাল মন্দের প্রতিফল দিবেন। তিনি আদি স্রষ্টা, তিনি পুনরুত্থান দিবসে জ্বীন ও ইনসান উভয় জাতীর সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ দিবেন। আর মানুষ তখনই পুরোপুরি উপলব্ধি করতে পারবেন তাহাদের স্রষ্টা যেমনই মহান তেমনি কঠোর। তিনি মানুষের মাবুদ, তিনি স্তম্ভবিহীন আসমান মাথার উপরে রেখেছেন ভাসমান। তিনি ভূমিকে বিছানার আকারে সমতল করে সাজিয়ে পানি দ্বারা সিক্ত করে রেখেছেন যাহার বদৌলতে জমিতে উদ্ভিদসমূহ জীবের আহারের সংস্থান করতে পারে এবং আকাশকে মেঘমালা দ্বারা গঠন করেছেন যাহা দ্বারা ভূমির উপর পানি বর্ষিত হয়। তিনি আল-ইলাহী অর্থাৎ সর্বময় কর্তা ও মাবুদ। আল-ইলাহের সম্মিলিত শব্দে পরিচিত তিনিই “আল্লাহ ।” ভিডিও টিতে ক্লিক করে দেখুন। ধন্যবাদ।



Copyright @ 2013 QASAS UL ANBIYA.